অফিস ডেস্ক
গত ১৯-০৯-২৫ খ্রিঃ ২২:০০ ঘটিকার সময় কাহালু থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় ২০০(দুই শত) পিস ট্যাপেন্টডল ট্যাবলেট সহ আসামি ১। মোঃ মাবিয়া খাতুন (৫০) স্বামী-মোঃ মান্নান ফকির পিতা- মৃত বাছেদ ফকির ২। মোঃ রাহাত আলী ফকির (২৮), পিতা- মোঃ ফকির, ৩। মোঃ মফিজ খাঁ (৩৫), পিতা- মৃত মঞ্জুর খা, সকল সাং- ডোমর গ্রাম, থানা- কাহালু, জেলা- বগুড়া।
পলাতক আসামী ৪। মোঃ মান্নান ফকির (৫৫), পিতা- মৃত জহির উদ্দিন ফকির, সাং-ডোমরগ্রাম, থানা কাহালু জেলা বগুড়া, আসামিদের নিকট হতে ২০০(দুই শত) পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত ধৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয় ।
কাহালু থানার মামলা নং-১০, তারিখ ২০-০৯-২৫ খ্রিঃ, ধারা : ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়।
উল্লেখ্য যে, পলাতক আসামি মোহাম্মদ আব্দুল মান্নান ফকির (৫৫) এর নামে পূর্বের ৪টি সহ সর্বমোট=০৫ টি মামলা আছে।