সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।১৭ সেপ্টেম্বর (বুধবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রাণবন্ত কর পরিবেশে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক গণমাধ্যম কর্মীদের সাথে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কুড়িগ্রাম নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উন্নয়নে এবং দুর্নীতি নিরসনে অবাধ তথ্য আদান-প্রদানের জোরালো দাবি জানান।
এ সময় নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, 'আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে থাকি।আমার অফিসে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার দায়ভার তাকেই নিতে হবে। অনিয়ম-দুর্নীতির ব্যাপারে কোন আপোষ নাই। আমার কাছে সবার আগে দেশপ্রেম।আমার কোন দুর্নীতি আপনারা পাবেন না আমি চ্যালেঞ্জ করছি।
এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকদের লিখনীতে যেমন সমাজের অসঙ্গতি দূর হয় তেমনি অসৎ সাংবাদিকতায় সমাজের ক্ষতিও হয়। তাই সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন -সাংবাদিক শফিকুল ইসলাম বাবু, হাসিবুর রহমান হাসিব, ইউনুস আলী, খন্দকার মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, রাশিদুল ইসলাম রাশেদ, একরামুল হক সম্রাট, মনোয়ার হোসেন লিটন, তামজিদ হাসান তুরাগ, জাহানুর রহমান খোকন, রাশেদুজ্জামান তাওহীদ, সুজন মোহন্ত প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।