জামালপুর পৌরসভার উদ্যোগে শহর  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০০
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর পৌরসভার উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন পৌর কর্তৃপক্ষ।
বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে জামালপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
 
এই অভিযানে ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জামালপুর পৌর প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এর দিকনির্দেশনা ও তাঁর উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
 
পৌর শহরের  বিভিন্ন স্থানে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শহরকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন পৌর প্রশাসক।
 

শেয়ার করুন