ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়ায় নির্মিতি নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে এ স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুনবী টিটুলসহ অনেকে।গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়ায় নির্মিত নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো।