পলাশবাড়ীর বিএনপি নেতা বকুলের অসুস্থ্য মা'য়ের শয্যা পাশে ডাঃ সাদিক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৪৫
photo

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: - শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব  সরকার বকুলের মায়ের খোঁজ নিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মঈনুল হাসান সাদিক।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর)  মোতালেব সরকার বকুলের মা মোনোয়ারা বেগম হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

 

সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী, রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
 

বকুলের মা'য়ের অসুস্থতার খবর পেয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মঈনুল হাসান সাদিক হাসপাতালে ছুটে যান। তিনি মোনোয়ারা বেগমের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন