ইন্দুরকানী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৪৮
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানিতে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মোঃ মোস্তান হাফিজ , বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)। সদর ইউনিয়ন সভাপতি হাফিজুল কোবির তালুকদার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিব রাজু, ডিগ্রী কলেজের সিনিয়র সহ-সভাপতি সেরাজুল ইসলাম, জাসাস সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, প্রমুখ।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ।এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে।জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।