ঘোড়াঘাটে মাদক,বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে  সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৪৯
photo

শাহ আলম, ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে মাদক,বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সুধীজন ও শিক্ষার্থীদের সাথে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় ঘোড়াঘাট  উপজেলার ডুগডুগীহাট পুড়ইল টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে সাইদুর রহমানের সঞ্চালনায় আব্দুল বাড়ির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ডিজিএম কামরুজ্জামান, সাবেক আমির আজিজার রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী ওহাব মোল্লা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।বক্তারা বলেন,মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা আজ সমাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
এ সমস্যার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।তরুণ প্রজন্মকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
 
উক্ত সচেতনামুলক সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ,গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় সুধীজনরা  উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুন