পীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:০০
photo

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার তুলারাম মজিদপুর কৃষি কলের দক্ষিণ পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান
 

বগুড়া হতে রংপুরগামী মহাসড়কের উপর বগুড়া হতে রংপুরগামী মালামাল বোঝাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাড ভ্যান যাহার রেজি নং- ঢাকা মেট্রো উ-১৪-০৬০৬ এবং একই লেনে উল্টা দিক থেকে আসা রংপুর হতে বগুড়াগামী রিজভী পরিবহন (এসি যাত্রীবাহী বাস) যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১২-৪৩২৮ মুখামুখি সংঘর্ষ হলে উক্ত কার্ভাড ভ্যান ও বাস দূর্ঘটনায় পতিত হয়। উভয় গাড়ীর সামনে দুমড়ে মুচড়ে যায়। ফলে কার্ভাড ভ্যানের চালক গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং বাসের ০৩ জন যাত্রী সামান্য জখমপ্রাপ্ত হয়।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরন করে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কার্ভাড ভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।অত:পর উক্ত চালককে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে তার অবস্থা বেগতিক দেখে তাকে পথিমধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কার্ভাড ভ্যানের চালক ইউনুস ফকির (৪৫), পিতা-আলমগীর ফকির, সাং-চাংবুরিয়া, ডাকঘর-ঘুটিয়া, থানা-উজিরপুর, জেলা-বরিশালকে মৃত ঘোষণা করেন।

 

হাইওয়ে থানা পুলিশের মোবাইল টিম দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি রেকার দ্বারা অপসরনের চেষ্টা অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

 

মোঃ আকতারুজ্জামা রানা

শেয়ার করুন