রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রিয়জনদের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কুট্টাপাড়া খন্দকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাকে চির বিদায় দেওয়া হয়। এর আগে গত শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকাল ২ টা ৪৫ মিনিটে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিকভাবে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ইটালী প্রবাসী তার দুই মেয়ে শেষ বারের মত তাদের পিতার লাশ দেখতে ইটালি থেকে দেশে আসায় লাশ দাফন বিলম্বিত হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী রোববার সকাল ৯টায় কুট্টাপাড়া খেলার মাঠে মরহুম সাংবাদিক শফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে ১ ঘন্টা বিলম্বে সকাল ১০টায় স্থানীয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের মরহুম হাজী ওয়াজদু মিয়ার দ্বিতীয় পুত্র সাংবাদিক শফিকুর রহমান সরাইল উপজেলা কৃষকলীগের সভাপতি, সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে দীর্ঘদিনের সভাপতি দায়িত্বে ছিলেন, দৈনিক যায়যায়দিন ও স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির সরাইল প্রতিনিধি ছিলেন।
এছাড়া তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন। সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ছোট ভাই মরহুম সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকা
শ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।