দিনাজপুর গোর-এ শহীদ মাঠ রক্ষর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৪৬
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠকে সেনাবাহিনী হাত থেকে রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুরবাসী। বড় মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটা বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা।

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি শুরু করে পরে সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

 

মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, দিনাজপুর ২ আসনে জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর-৩ আসনে বাসদ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী কিবরিয়া হোসেন, বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, এ্যাডভোকেট মেহেরুল ইসলাম, মোশারফ হোসেন নান্নু, অ্যাডভোকেট লিয়াকত আলী, শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।

 

বক্তারা বলেন, দিনাজপুরের গোর-এ শহীদ বড়ময়দানে এশিয়া উপমহা দেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার অনুষ্ঠিত। পাশাপাশি এই মাঠ থেকে লিটন দাস, ধিমান ঘোষসহ জাতীয় দলের অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে। মাঠটিতে বর্তমানে ৫টি ক্রিকেট একাডেমীর কয়েকশ খেলোয়াড় নিয়মিত খেলাধুলা করে। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠের একপাশে তার কাটা দিয়ে ঘেরা দিতে শুরু করে।

 

তারা আরও বলেন, সোমবার দিবাগত রাতে মাঠটির চতুপাশে তার কাটা বেড়া দিয়ে ঘেরা দেয় সেনা সদস্যরা। তারা বড় মাঠে খেলোয়াড়দের জন্য তৈরি করা স্পোর্টস ভিলেজটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে।

 

অবিলম্বে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দান থেকে কাটা তারের বেড়া অপসারণ করে জেলাবাসীদের অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ প্রদানের প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

 

 

শেয়ার করুন