নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় ‘ভোটের গাড়ি’

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:৪২
photo

ছাদেকুল ইস্লাম রুবেল,গাইবান্ধাঃ--ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচারের জন্য ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ এখন গাইবান্ধা জেলা শহরে।

 

বুধবার (৭ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারা ভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

'দেশের চাবি আপনার হাতে' এই স্লোগানে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানের শুরুতে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্‌বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

 

যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

শেয়ার করুন