বগুড়ায় কিড্স কেয়ার ফাউন্ডেশন ও পাঠাগারের সিরাতুন্নবী (সাঃ) পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৪৫
photo

এসএম সিরাজ বগুড়া:- শুক্রবার বিকেলে কিড্স কেয়ার ফাউন্ডেশন পাঠাগার নিশিন্দারা কারবালা পাড়া বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে পাঠাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি শাহসুলতান কলেজ বগুড়ার সহযোগী অধ্যাপক এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক গীতিকার সুরকার একে আজাদ। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আসাদুল ইসলাম, আই বি ডাবিøউ এফ বগুড়ার সভাপতি মাহফুজুল হক, প্রভাষক, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুব আলম পাশা, মোঃ হারুনুর রশিদ। তিনটি বিভাগের ৯ টি বিষয়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২৯ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন