দেওয়ানগঞ্জে গৃহবধু সুমাইয়ার রহস্যজনক মৃত্যু।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৩৬
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্ৰামের স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার ১২ সেপ্টেম্বর নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের বীর উৎমারচর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূর নাম সুমাইয়া (১৮)। তিনি বীর উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী এবং ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়  পুলিশ।
 
পরিবারে লোকজন জানান- গত ৮মাস আগে সুমাইয়ার সাথে সুমনের বিয়ে হয়। এটি সুমনের দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে বেশি দিন টিকেনি । সুমাইয়া তার দ্বিতীয় স্ত্রী। গত বৃহস্পতিবার ভোররাতে সুমাইয়া স্বাভাবিক ভাবে শোবার ঘর থেকে বাইরে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় স্বামী সুমন বাইরে বের হয়। সে সময় সুমন তাকে অচেতন অবস্থায় বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি সুমাইয়ার বাবার বাড়িতে জানায়। সুমাইয়ার বাবার বাড়ির লোকজন ঘটনা জেনে তাদের সন্দেহ হলে ৯৯৯ নম্বরে ফোন দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায় - শুরুতে সুমন সুমাইয়ার সংসার ভালোই চলছিল, কোনো দ্বন্দ্ব ছিল না। তবে কিছুদিন ধরে সুমন মোবাইলে ভিডিও কলে অন্য এক নারীর সাথে কথা বলতেন। এ নিয়ে তাদের মধ্যে মন মালিন্যের সৃষ্টি হয়।
 
সুমাইয়ার মা নিলুফা বলেন- সুমাইয়ার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
 
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন- প্রাথমিক সুরতহালে সুমাইয়াকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় এখনও পর্যন্ত সুমাইয়ার পরিবার  অভিযোগ দায়ের করেনি ।  সুমাইয়ার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন