পলাশবাড়ীতে ধান খেতে ইঁদুরের দাপট,দুশ্চিন্তায় কৃষক!

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:২১
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ চলতি রোপা আমন মৌসুমে গাইবান্ধার মাঠপর্যায়ে এ পর্যন্ত ২২ হাজার  হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে পরিচর্যা শেষে প্রাথমিক সার-কিটশান প্রয়োগে এই খেত এখন সবুজে পরিণত হয়েছে। এরই মধ্যে বেড়েছে ইঁদুরের উপদ্রব। এসব ইঁদুরের দাপটে নষ্ট হচ্ছে ধানখেত। ফলে কৃষকের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।
 

বুধবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে পলাশবাড়ীর বভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে- ইঁদুরের হানায় নষ্ট হওয়া ধানখেতের বেদনাপূর্ণ চিত্র।
স্থানীয় কৃষকরা জানায়, পলাশবাড়ী অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ উপজেলার শতকরা প্রায় ৭০ ভাগ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণে চেষ্টা করেন। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান। এরই ধারাবাহিকতায় এ বছর খরাসহ নানা প্রতিকূল পেরিয়ে আমন ধানচাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা। এরই মধ্যে খেতগুলো গাঢ় সবুজ হয়ে উঠেছে। কারও কারও খেতে থোড় হওয়া শরু হয়েছে। এতে করে কৃষকরা আশা করছিলেন অধিক ফলন ঘরে তোলার। কিন্তু বিধিবাম! বেশ কিছু মাঠে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। একইসঙ্গে বেড়েছে ইঁদুরের উৎপাত। ধানগাছ কেটে সাবাড় করছে রাক্ষুসে ইঁদুরের দল। এমন অবস্থায় ধানখেত নষ্ট হওয়া মাথায় হাত পড়েছে প্রাস্তিক কৃষকের। 

 

মাসুদ মিয়া নামের এক কৃষক বলেন,নিজের জমি না থাকায় অন্যের ৩০ শতক জমি বর্গা নিয়েছে। সেখানে রোপা আমন ধান আবাদ করেছি। এ থেকে ভালো ফলন নিয়ে ঘরের চালের ভাত খাওয়ার  স্বপ্ন ছিল। কিন্তু ইঁদুরের আক্রমণে সেই স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। এ সমস্যা সমাধানে কৃষি বিভাগে পরামর্শ পাওয়া যায়নি। বাধ্য হয়ে বাঁশের ডোঙার ফাঁদ দিয়ে ইঁদুর নিধনের চেষ্টা করছি। আরেক কৃষক মোজা মিয়া জানান, ইঁদুরের কবল থেকে খেত রক্ষায় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছি।
 

কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-সহকারী কৃষি রুহুল আমিন বলেন, খুব বেশি পরিমাণ খেতে ইঁদুরের আক্রমণ নেই। তবে ইঁদুর নিধনের জন্য দেশীয় পদ্ধতিতে খেতে বাঁশের ফাঁদ ও কলাগাছ স্থাপন করা যেতে পারে। এছাড়া ‘লানির‌্যাট’ নামের গ্যাস ট্যাবলেট খাবারের সঙ্গে মিশিয়ে খেতের বিভিন্ন জায়গা রাখলে ইঁদুর দমন কার্যকর ভূমিকা রাখবে।  
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক খোরশেদ আলম বলেন, রোপা আমন খেতে ইঁদুর দমনের জন্য বিষটোপ প্রয়োগসহ বিভিন্ন পদ্ধতি নিয়ে সহকর্মীরা মাঠে কাজ করছেন। একইসঙ্গে ভালো ফলন পেতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

 
 

শেয়ার করুন