ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার ইদিলপুর ইউনিয়নে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আদুরী আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আদুরী আক্তার কুঞ্জমহিপুর গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় আদুরী আক্তার বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করার পর শিশুটি মারা যায়।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু শিশুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।