অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব এর সিএইচডিপি ও এসএওয়াই-
এসআরএইচআর প্রকল্পের প্রজেক্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের বেলডাঙ্গায় ল্যাম্বের প্রজেক্ট অফিসের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এবং সঞ্চালনা করেন ল্যাম্বের এসএওয়াই-এসআরএইচআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ লুৎফুল বিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মাহবুব আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ.টি.এম নাজমুল হুদা, ল্যাম্বের কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক উৎপল মিনজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, ল্যাম্বের কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-টু) প্রকল্পের ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা,এবং বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে বিরামপুরসহ আশপাশের পাঁচটি উপজেলায় ল্যাম্বের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো স্থানীয় জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির প্রতি উৎসাহ প্রদান, এবং সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ল্যাম্বের এসব প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা প্রকল্পের সফলতা কামনা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।