ইন্দুরকানীতে সরকারি পুলের ভীম বিক্রি আটক-২

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩১
photo

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:-
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের ভীম বিক্রি আটক-২ ।রবিবার (২ নভেম্বর)উপজেলার পত্তাশীর বাগোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)র আহবায়ক মোঃ শাহীন হাওলাদারের বাড়ী থেকে ভ্যানযোগে দুটি ভীম নিয়ে মোড়েলগঞ্জে যাওয়ার সময় বাগোলেরহাট বাজারে আসলে স্থানীয় জনতা ভ্যানসহ মালামাল আটক করেন। 

 

পরে স্থানীয়রা ইন্দুরকানী থানায় খবর দিলে এসআই শাহিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামাল সহ বহনকারী দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন। 
 

আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গার গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভীমক্রয়কারী ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু ।
ভ্যানচালক মোঃ সাজু বলেন, আমাদের গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামালগুলো নিতে আসি।  
 

মোড়েলগঞ্জের ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ জানান, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে মুঠোফোনে খবর দেয় পুলের ভীম বিক্রির জন্য। আমাকে মালামাল দেখালে ৩৬টাকা কেজি দরে ভীমগুলো ক্রয় করি । এর আগেও সোহেল ৫/৬ বার সরকারি পুলের মালামাল আমার কাছে বিক্রি করে । আমি এই মালামাল বাবদ ০১৩২৭৯৩৭০৫৩ নাম্বারে বিকাশের মাধ্যমে ২হাজার টাকা পাটিয়েছি ।

 

স্থানীয় বাসিন্দা পিয়াল জানান, ভীমগুলো নিয়ে বাগোলেরহাট বাজারে আসলে আমাদের সন্দেহ হলে  ভ্যানচালককে জিজ্ঞাসা করলে কোথায় থেকে আনছেন তখন সে বলে শাহিন চেয়ারম্যানের বাড়ি থেকে কিনে আনছি । তখন তাকে আটক করে ক্রয়কারী আতিয়ারকে খবর দিলে সে চলে আসে। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। 
 

অভিযুক্ত সোহেল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান,ভীম বিক্রির বিষয়ে আমি কিছুই জানিনা । চেয়ারম্যান এলাকায় নেই বিষয়টি তাকে জানানো হয়েছে ।

 

ইন্দুরকানী থানা ওসি (তদন্ত) মোস্তফা জাফরের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ বাদী হয়ে দুই জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখিত আসামী আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলা সহ তিনটি মামলা রয়েছে। 

শেয়ার করুন