পলাশবাড়ীর সাঁকোয়ায় ঊচত প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০১:৩৯
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর সাঁকোয়ায় ঊচত প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১ নভেম্বর শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিকেল ৩টায় গাইবান্ধার পলাশবাড়ীর সাঁকোয়া ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলার সার্বিক অগ্রগতির প্রত্যাশায় তারা একত্রিত হন ঊচত (ঊীঢ়ড়ৎঃ চৎড়পবংংরহম তড়হব) প্রতিষ্ঠার দাবিতে ঢোলভাঙ্গা এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

এ্যাড. হেলাল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু,সাঁকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধা’র আহ্বায়ক এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী,গাইবান্ধা জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক এ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধার সভাপতি কাজি আব্দুল খালেক, সেক্রেটারি সাইদা আক্তার, এ্যাড. শাহনেওয়াজ খান, আইনজীবী সহকারী আব্দুল হাই, পরিতোষ সরকার রিপু,শাহ রুমন, রেজওয়ান, সুজা, আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আবু তাহের তালুকদারসহ নানা শ্রেণিপেশার মানুষ।
 

এতে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা একসময় ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র, কিন্তু আজ অর্থনৈতিক কর্মকাণ্ড আশেপাশের জেলার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। সাঁকোয়ায় ইপিজেড প্রতিষ্ঠা হলে শুধু গাইবান্ধাই নয়, পার্শ্ববর্তী জেলা ও উপজেলার অর্থনীতিতেও গতি আসবে।
 

তারা উল্লেখ করেন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক সাঁকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ইপিজেড স্থাপনের একটি কার্যকর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তীতে কিছু কুচক্রী মহল প্রস্তাবটি ভিন্ন খাতে প্রবাহিত করে বাগদাফার্ম সাঁওতাল পল্লীর মতো বিতর্কিত স্থানে ইপিজেড স্থাপনের চেষ্টা চালায়, যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতার মুখে পড়ে।

 
 
 

 

শেয়ার করুন