দিনাজপুরে ৪৬ মিলিমিটার বৃষ্টি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০৮
photo

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। আজ শনিবার (১ নভেম্বর ) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে ১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। জেলায় বৃষ্টিপাত হয়েছে ৪৬ মিলিমিটার। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, অবিরাম বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

 

বৃষ্টি ও ঠান্ডা বাতাসে দিনাজপুরের জনজীবনে এসেছে শীতের আগমনী আমেজ।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর।

শেয়ার করুন