
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
০১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩৮
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে জামালপুর পৌরসভার ফৌজদারি মোড় হতে র্র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, জেলা সমবায়ের উপ সহকারী নিবন্ধক আতিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ।