শিশু র্ধর্ষণ মা*মলার আ*সামিে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
০১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:১২
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা দ্বিতীয় শ্রেণির আট বছরের এক শিশু ধ*র্ষণের মামলার প্রধান আ*সামি আনারুল ইসলাম (৪৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
পুলিশ জানায়, দীর্ঘ ১৩ দিন প*লাতক থাকার পর শুক্রবার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রাম থেকে সাদুল্লাপুর থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে আসামি আনারুল ইসলামকে গ্রে*ফতার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নি*র্যাতন ধ*র্ষণ করে অভিযুক্ত আনারুল ইসলাম।পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার চার দিন পর, অর্থাৎ ২২ অক্টোবর রাতে, শিশুটির পরিবার সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নি*র্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরও আসামি গ্রেফতার না হওয়ায় ২৫ অক্টোবর এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযুক্ত ধ*র্ষককে দ্রুত গ্রে*ফতার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবি জানান।
অবশেষে পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফ*তার করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানান,“অভি*যুক্ত আনারুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রে*ফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”
ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য ১ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন গাইবান্ধার পুলিশ সুপার
স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন,“আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে, অবশেষে ধ*র্ষককে আইনের আওতায় আনা হয়েছে। এখন আমরা চাই, তার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”