অফিস ডেস্ক
এসএম সিরাজ,বগুড়া:-শুক্রবার বিকেলে বগুড়ার টিটু মিলনায়তনে বগুড়া আইডিয়াল নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অধ্যক্ষ মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ শেফালী খানম, আইডিয়াল নার্সিং কলেজের চেয়ারম্যান আলাউদ্দিন সরকার, পরিচালক সেলিম রেজা, পরিচালক জুলফিকার আলী বাবু, পরিচালক মোহাম্মদ আলমগীর হোসাইন, পরিচালক শামীম রেজা। অনুষ্ঠানে নবীণদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।