ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাাথে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:১৪
photo

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধিঃ- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাাথে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান।
 
বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে উপজলো নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয় । 
 
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন ‘‘প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবক,প্রধান শিক্ষক এবং পুরো শিক্ষাব্যবস্থার সম্মিলিত ভাবে ভুমিকা রাখতে পারে।শিক্ষকদের আন্তরিকতা,নৈতিক শিক্ষা ও চরিত্র গঠন,পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার মাধ্যমে শিক্ষার মান ফিরে আসবে।শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করে যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও নৈতিক বিকাশ ঘটার মাধ্যমে।আমি প্রায় সময় স্কুলে পরিদর্শন করি, সেখানে গিয়ে দেখি শিক্ষার্থীদের লেখাপড়া মানসম্মত নয়।একজন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে,তাই শিক্ষকদের আরো শিক্ষার মানোন্নয়নের জন্য আন্তরিকতা হওয়া দরকার’’।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আলাউদ্দিন ভূঞা জনী,জেলা শিক্ষা অফিসার বক্তিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওলিউর রহমান রুবেল,উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার,সহকারী শিক্ষা অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এর আগে উপজেলার বিভিন্ন প্রকল্প কাজের উদ্বোধন,কংসার খালে অভয়াশ্রমে পোনা অবমুক্তকরণ,কলারন শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট ইকোপার্কে বৃক্ষ রোপন, কলারন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে,ভূমি অফিস,থানা পরিদর্শন, চরসাউদখালী আবাসন সংলগ্ন একটি খেলার মাাঠ উদ্বোধন সহ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী,অসহায় ও দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন,রেইন ওয়াটার হার্ভেষ্টিং  সিষ্টেম, জুলাইÑআগষ্ট গ্রাফিতি প্রতিযোগীতাদের মাঝে পুরুস্কার , ভারতে কারাগারে বন্দী জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তায় আওতায় খাদ্য সামগ্রী,এডিপি হতে কৃষকদের মাঝে তরমুজ ও বাঙ্গীর বীজ,জেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাংক বিতরন করেন। 
মোঃ মামুন হাওলাদার শিমুল 

শেয়ার করুন