ইন্দুরকানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:৩২
photo

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী সুমন মোল্লা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।

 

অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২), পিতা মৃত বেল্লাল জোমাদ্দার, একই গ্রামের বাসিন্দা। এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে শুভ ভিকটিমের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠায়।

 

এরপর সুযোগ বুঝে ঘরের লাইট বন্ধ করে শুভ ভিকটিমকে ঝাপটে ধরে, মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পরপরই শারমিন আক্তার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন,“ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

শেয়ার করুন