বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইন্দুরকানীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:০৩
photo

মোঃমামুন হাওলাদার শিমুল,ন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইন্দুরকানী উপজেলা যুবদল।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা কে. এম. শামিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তান হাফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. সোহেল, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আহমেদ ও শাহিন ফরাজী,জিয়ানগর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক বরকতউল্লাহ খান,সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শুভ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।

 

আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন