লগি-বৈঠার নৃশংস ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:২৯
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার  (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার মাঠে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী  অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।আরো বক্তব্য রাখেন,জামায়াত নেতা মাওঃ আব্দুল মজিদ আকন্দ, মাওঃবেলাল উদ্দিন সরকার, আবু তালেব মাষ্টার ও গাইবান্ধা জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস  প্রমুখ।

শেয়ার করুন