জামায়াত ক্ষমতায় গেলে কুরআনের আলোয় সবাই আলোকিত হবে-শাহাবুদ্দিন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:১৮
photo

এসএম সিরাজ বগুড়া;- জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কুরআনের আলোয় সবাই আলোকিত হবে। সেই সমাজে সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। সবাই সুখে শান্তিতে বসবাস করবে।লগি বৈঠার কথা করে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছিল।সেদিন থেকে দেশে ফ্যাসিবাদের মহড়া শুরু হয়, পথ হারায় বাংলাদেশ। এরপর দীর্ঘ সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশ আবার পথের দিশা ফিরে পায়। 
 

তিনি বলেন, ক্ষমতায় গিয়ে পিলখানা হত্যাকান্ড দিয়ে গণহত্যা শুরু করে। তারা ধারাবাহিকভাবে আামাদের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করে। তারা আল্লামা সাঈদী (র.) রায় পরবর্তী সময়ে দেশে গণহত্যা চালায়।এরপর তারা শাপলা চত্তরের গণহত্যা এবং সর্বশেষ ২৪ এর জুলাই-আগস্টের গণহত্যা চালায়। হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে চব্বিশের ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়। ফ্যাসিবাদের দোসরদের কোনভাবে ছাড় দেয়া যাবেনা। ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকান্ড থেকে শুরু করে বিগত সকল হত্যকান্ডের বিচার নিশ্চিত করতে সবাইকে স্বোচ্ছার হতে হবে।
 

তিনি মঙ্গলবার সারিয়াকান্দির চন্দনবাইশায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি নওহাটা উচ্চ বিদ্যালয় ও চন্দবাইশা কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন শিক্ষক সমাজ দেশ গড়ার কারিগড়।আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। 
 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা এনামুল হক চন্দনী, কামালপুর ইউনিয়ন আমীর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চন্দনবাইশা ইউনিয়ন সেক্রেটারী আব্দুল জলিল, যুব ভিাগের সেক্রেটারী স্বপন, শিবির নেতা আব্দুস ছোবাহান প্রমুখ।

 

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য  প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন মঙ্গলবার সারিয়াকান্দির চন্দনবাইশায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। 

 

শেয়ার করুন