গোবিন্দগঞ্জে অ*স্ত্র সহ সহ আটক ৪

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:৩৭
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় ভাই ভাই সমবায় সমিতিতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা,মোবাইল ফোন,ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
 
৪ জুলাই দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানটি চলে পুরো রাতজুড়ে।আটককৃতরা হলেন দাদল ব্যবসায়ী  আজাদ শেখ,আসাদ শেখ,মোশাররফ হোসেন ও ছোটন মিয়া ।
 
এদের বিরুদ্ধে ইতিপূর্বে ও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আর ও বাড়ানোর দাবি জানিয়েছেন।
 
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন