অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে মনগড়া তৈরীকৃত রেজুলেশন খাতায় স্বাক্ষর না দেওয়ায় মহদীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম( ঠান্ডা) র বসত বাড়িতে গভীর রাতে অতর্কিত হামলা চালায় একই ইউনিয়ন পরিষদের ৯ নং ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু।
এরআগেও হামলা ও হুমকির ঘটনায় গত ২৪ অক্টোবর পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ঠান্ডা। যাহার জিডি নং ু ১০৮৭ / ২৪-১০-২০২৫ইং।
অভিযুক্ত ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ও তার মব বাহিনী কর্তৃক একাধিকবার হুমকি ও হামলার শিকার ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ঠান্ডা দাবী করেন, রাহিদুল ইসলাম বাবু ও তার মব বাহিনীর বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন না করায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ও আমার পরিবারের সদস্যদের জানমাল রক্ষায় জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু নিকট জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইলে কল দিয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি সদস্যদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দাবী করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ কে ঘিরে পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু মনগড়া রেজুলেশনে স্বাক্ষর দিতে, বিভিন্ন ভাবে ইউপি সদস্যদের হুমকি ধামকি ও হামলাসহ ইউপি সদস্যদের বসত বাড়ীতে গিয়ে শাররিক ও মানসিক নির্যাতন করছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান,ভুক্তভোগী ইউপি সদস্য জিডি করেছেন। জিডি মূলে পুলিশের তদন্ত চলমান রয়েছে।