সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:৪০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ঢালিউডের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর তাদের পালিয়ে যাওয়া রোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।

 

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকেই চেকপোস্ট এলাকায় দেখা যায় বাড়তি তৎপরতা ও নজরদারি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।

 

তিনি বলেন, ঢালিউডের নায়ক সালমান শাহ হত্যা মামলায় যেসব আসামির নাম এসেছে, তারা যেন হিলি ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আসামিদের কোনোভাবেই দেশত্যাগ করতে দেওয়া হবে না।

 

ওসি আরও জানান, ইমিগ্রেশন দিয়ে যারা ভারতে যাচ্ছেন, তাদের পাসপোর্টের নাম, ছবি ও ঠিকানা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। 

 

সবকিছু মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

 

প্রসঙ্গত, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন।
 

এই নির্দেশনার পর রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১১ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি।

 

উল্লেখ্য: সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে গণ্য হলেও পরবর্তীতে তার পরিবার ও ভক্তরা হত্যার অভিযোগ তোলেন।

শেয়ার করুন