পলাশবাড়ীতে শীতের সবজিতে স্বস্তি,কমেছে ডিম-মুরগির দাম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:১১
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ- উত্তরাঞ্চলে শীতের আগমন বার্তায় বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। ফলে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। কমতে শুরু করেছে মুরগি-ডিমের দামও। তবে মাছ-মাংসের দাম অপরিবর্তিত আছে।
 

শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় হাটের নির্ধারিত দিন। প্রতি সপ্তাহে দুই দিন করে এই হটি বসে।বাজারে কাঁচা বাজারে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।
 

কালিবাড়ি বাজারে গত সপ্তাহে শীতকালীন সবজি মূলা বিক্রি হয় ১০০ টাকায়। শনিবার বিক্রি হচ্ছে ৬০ থেকে ৫০ টাকায়। বাঁধাকপি ৯০ থেকে ১০০ টাকা, শিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়। গত সপ্তাহে ফুলকপি প্রতিকেজি ২০০ টাকা বিক্রি হয়। সপ্তাহের ব্যবধানে ফুলকপি বাঁশকাটা সবজির বাজারে প্রতিকেজি ১২০ টাকা ও ভ্রাম্যমাণ দোকানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি বাজারে ৬০ টাকা ও ভ্রাম্যমাণ দোকানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
 

দাম কমেছে টমেটো, মিষ্টিকুমড়া । ১৪০ টাকার টমেটো এখন ১২০ টাকা। মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাজারে প্রতি কেজি গাজর ১৪০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পটল ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারে আলু ১৮ থেকে ২০ টাকা বিক্রি হলেও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে ৬ কেজি একসঙ্গে ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।  পেঁপে ৩০ টাকা, মানভেদে লাউ ৬০ থেকে ৭০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। শাকের মধ্যে মিষ্টিকুমড়া শাক ৩০ টাকা, পুঁইশাক ৩০ টাকা ও লালশাক ৩ মোটা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

কালিবাড়ি কাঁচাবাজারের সবজি বিক্রেতা আরজু বলেন, এবছর শীত আসার আগেই উত্তরবঙ্গ থেকে প্রচুর সবজি আসছে। এজন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। আশাকরি পুরোদমে শীতকালীন সবজি আসা শুরু করলে আরও কিছু সবজির দাম কমবে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা আর দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কক মুরগি ২৬০ থেকে ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

 

বড় রুই ২৭০ থেকে ৩০০ টাকা, মাঝারি ২৬০ টাকা ও ছোট রুই ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছ ৩৬০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ২২০ টাকা, সিলভার কার্প ২২০, পাবদা ৩০০, ও টেংরা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন