ক্যাপ্টেন সাইদের ”প্যারেন্টস ফাউন্ডেশান”নীরবে বদলে যাচ্ছে হোসেনপুর ইউনিয়ন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:২৩
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- মেরিন ইঞ্জিনিয়ার হলেও নিজ এলাকার মানুষের জন্য নিরবে কাজ করে যাচ্ছেন পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের কৃতি সন্তান সাইদুল ইসলাম সাইদ।

 

স্থানীয়ভাবে তিনি 'ক্যাপ্টেন সাইদ' নামেই পরিচিত। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত 'প্যারেন্টস ফাউন্ডেশান'-এর মাধ্যমে ইতিমধ্যেই বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বহু উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হয়েছে।

জানা যায়, ক্যাপ্টেন সাইদ তার পেশাগত ব্যস্ততার মধ্যেও নিজ জন্মভূমি হোসেনপুর ইউনিয়নের মানুষের ভাগ্যের উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সমাজের অসহায় গরিব পিতামাতা, নারী-পুরুষকে সহায়তা দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন প্যারেন্টস ফাউন্ডেশান।এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে তিনি বহু আগেই তাঁর কার্যক্রম শুরু করেন।

 

ফাউন্ডেশানের মাধ্যমে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এলাকার মানুষকে।শীতকালে শীতার্তদের মধ্যে বিতরণ করা হয় উষ্ণ বস্ত্র। এ ছাড়াও এলাকার নানাবিধ উন্নয়নমূলক কাজে তিনি পৃষ্ঠপোষকতা করছেন।

 

এলাকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতেও ক্যাপ্টেন সাইদ উদ্যোগী হয়েছেন। নিয়মিতভাবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তিনি যুবকদের খেলাধুলায় উৎসাহিত করছেন। এর ফলে তরুণ সমাজ মাদক ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারছে বলে মনে করেন স্থানীয়রা। কেবল মানবিক সহায়তা নয়, মেধাবীদের শিক্ষায় উৎসাহিত করতেও এগিয়ে এসেছেন তিনি। বিভিন্ন সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে, সমাজে কন্যাদায়গ্রস্ত অনেক অসহায় পিতাকে আর্থিক সহায়তা দিয়ে তাদের দুশ্চিন্তা লাঘবেও ভূমিকা রেখেছেন।

 

ক্যাপ্টেন সাইদ জানান, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, "২ নং হোসেনপুর ইউনিয়নবাসীর জীবন মান ও ভাগ্যের উন্নয়নে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে এই পথচলা অব্যাহত রাখতে চাই।" ক্যাপ্টেন সাইদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, মেরিন ইঞ্জিনিয়ারের এই মানবিক প্রচেষ্টা সামনের দিনগুলোতেও ইউনিয়নের সার্বিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন