পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন শেখ জাবের আহম্মেদ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৪৭
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন শেখ জাবের আহম্মেদ।তিনি ৩৫ তম বিসিএম ক্যাডারের কর্মকর্তা।এর আগে তিনি শেরপুর উপজেলার শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বপালন করেছেন।
গত ২২ অক্টোবর রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারি কমিশনার রেজাউল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ পত্রে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলি/ পদায়ণ করা হয়।পত্রের নির্দেশনা অনুযায়ী তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার নবাগত নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ লালমনিরহাট জেলার বাসিন্দা।