ফুলবাড়ীতে প্রতারণার শিকার শিক্ষকদের চাকরিতে পুনঃবহালের দাবিতে মানববন্ধন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:১৭
photo

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার শিকার ৪ শিক্ষক কর্মচারীকে চাকরিতে পুনঃবহালের দাবিতে ২৩ অক্টোবর, বৃহঃবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ওই শিক্ষক ও এলাকাবাসী।
 
উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।এর অনুলিপি প্রদান করা হয় জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর।অভিযোগ সূত্রে জানাগেছে, নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পত্র পেয়ে বিভিন্ন পদে যোগদান করেন মোঃ আইয়ুব আলী, মোছাঃ উম্মে কুলসুম, আজিনা বেগম ও মোঃ ওবায়দুল হক। ২০০৩/২০০৪ ইং সালে প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ তাদেরকে নিয়োগ ও যোগদানপত্র প্রদান করেন।যোগদানের তারিখ হতে অদ্যবধি তারা চাকরি করে আসছে।
 
২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলে প্রধান শিক্ষক তাদের বেতনভাতা প্রাপ্তির ব্যবস্থা না করে নতুন শিক্ষক কর্মচারী নিয়োগ ও যোগদান দিয়ে এমপিও ভূক্ত করান।এতে অধিকার বঞ্চিত হন ভুক্তভোগীরা। আজাউর রহমান শেখ পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে যোগদান করলে প্রধান শিক্ষকের দায়িত্ব পান আবু তালেব খন্দকার।তিনিও ২৩/০৪/২০২৫ ইং তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শূন্য পদে ভুক্তভোগীদের এমপিও ভুক্তির ব্যবস্থা না করে এনটিআরসিএ- তে চাহিদা প্রেরন করেন।
 
এতে আবারও অধিকার বঞ্চিত হন তারা। ভুক্তভোগীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য শিক্ষক কর্মচারী ও এলাকাবাসীসহ মানববন্ধন করেছি।উপরোক্ত প্রতারক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং নিয়োগ, যোগদান প্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে পুনঃবহাল করার জন্য স্মারকলিপিও প্রদান করেছি। 
 
এ ব্যাপারে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, স্মারকলিপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, আমি আজ ফুলবাড়ীতে যাইনি। শিক্ষকরা যদি স্মারকলিপি দিয়ে থাকে তবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন