পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:০৫
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ -রংপুরের পীরগঞ্জে নিজ দোকানের ভেতর থেকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়দরগাহ ইউনিয়নের বড়দরগাহ্ বাজারে ‘সাদ্দাম টেলিকম’ নামের একটি দোকান থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

সাদ্দাম হোসেন সাহাপাড়া হাজিপুর গ্রামের মধু মিয়ার (সাবেক মেম্বার) ছেলে।

 

পরিবার ও স্থানীয়রা জানান, সাদ্দাম দীর্গদিন ধরে বড়দরগাহ্ বাজারে ফ্লেক্সি লোড, বিকাশ নগদের ব্যবসা করে আসছিল। 

 

বৃহস্পতিবার সকালে সাদ্দাম টেলিকমের সামনে মোটর সাইকেল তালা দেওয়া অবস্থায় দেখে। দোকান ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করার পরও দোকান না খুললে স্থানীয়রা দোকানের ঝাপের ফুটো দিয়ে সাদ্দামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতা ঝাপ ভেঙ্গে মরদেহ উদ্ধার করেন।
 

স্থানীয়রা আরোও জানান, সাদ্দাম খুবই শান্ত স্বভাবের তরুণ একজন ব্যবসায়ী ছিলেন, সাদ্দাম হোসেন ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ঋণ নেন। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋণের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋণের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।
বড়দগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা-সাদ্দামের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সত্যতা স্বীকার করেন। 
 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন;  এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।


মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি

শেয়ার করুন