পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৩৪
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে প্রচার প্রচারণা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের দিক নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা জুড়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচী পরিচালনা করছেন।

 

গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে ২২ অক্টোবর বুধবার বিকালে জামালপুর গ্রামে নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।  এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, বর্তমান সভাপতি মেজবা আহমেদ প্রান্ত, পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ আহমেদ পিন্টু,জাসাস নেতা সাব্বিরসহ ছাএদল নেতা  রবিউল অন্যান্যরা।

শেয়ার করুন