পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৩১
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল'' মাদক ছেড়ে খেলতে  চল"বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
 

২২ অক্টোবর বুধবার বিকালে মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ওয়াহাব সরকার আকিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খেলা অনুরাগী ও সমাজসেবক ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাঈদ খান।
 

বিশেষ অতিথি আর্দশ শিক্ষক পরিষদ ২নং হোসেনপুর ইউনিয়ন সভাপতি ও সাবেক ছাত্রনেতা আল আমিন সরকার,আরো উপস্থিত ছিলেন হোসেনপুর ইউপি সদস্য ও পেশাজীবি বিভাগের সভাপতি মোনোয়ারুল ইসলাম। সাবেক ছাত্রনেতা যুব ও ক্রিড়া বিভাগ অফিস সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
 

খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, দলবদ্ধভাবে কাজ করা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস শেখায়।এটি বিনোদন ও জ্ঞান অর্জনের একটি মাধ্যম, যা শারীরিক ও মানসিক দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

খেলায়  অংশ গ্রহনকারী ২নং হোসেনপুর ইউনিয়নের ৭নং ওর্য়াড ও ৯নং ওয়ার্ডের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল না করায় ১" ১" গোলের ব্যবধানে দু দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।।
 

খেলাটি সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন ২নং হোসেনপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া সেক্রেটারি বকুল মিয়া।

 

 

শেয়ার করুন