পলাশবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:২৭
photo

 
 
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও জামায়াত মনোনীত, মেয়র প্রার্থী খাইরুল ইসলাম চাঁন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা, প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মওলানা)। তিনি বলেন,“দেশের অর্থনীতির চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে জাতি এগিয়ে যাচ্ছে। অথচ তারা এখনো ন্যায্য মজুরি ও মর্যাদা থেকে বঞ্চিত। ক্ষমতায় গেলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ নিরাপদ করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াত সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।”
 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি আবুল হাসান মো: নয়া মিয়া (বিএসসি),
জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক, আদর্শ শিক্ষক ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার প্রমুখ  । 
 
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম চৌধুরী মঞ্জু।

শেয়ার করুন