অফিস ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নৈশকালীন ভোট এবং ২০২৪ সালে ডামী নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না।
তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দলবাজি বন্ধ করতে হবে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নবেম্বরের মধ্যই গণভোট সহ পিআর পদ্ধতিতে নির্বাচনের সকল নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে সবাইকে ভোট প্রদানের আহবান জানান।
তিনি বুধবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা আজমাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ।
গণ সংযোগ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর হারুনার রশিদ,সেক্রেটারী শফিকুল ইসলাম, ডাক্তার হাসান আলী,কেরামত আলী প্রমুখ।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গড়তে রাষ্ট্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি দুর্নীতিমুক্ত দেশ ও অশ্লীলতা মুক্ত সমাজ গঠনে আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।