অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ২ নং হোসেন পুর ইউনিয়নের ধানের শীর্ষ প্রতিকে সর্বোচ্চ ভোট প্রদানের লক্ষ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীর্ষ প্রতিকের পক্ষে গণ প্রচারণা করা হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত হোসেন পুর ইউনিয়নের সাইনদহ বাজার ও আশপাশের বসত বাড়ীতে নারী পুরুষ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের প্রতিকের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও ধানের শীর্ষ প্রতিকের প্রচারণায় উপস্থিত ছিলেন ২ নং হোসেনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজু মিয়া,ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোস্তফা, ২ নং হোসেনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিমসহ দেড়শতাধিক ছাত্রদল,যুবদলের নেতাকর্মী।
উল্লেখ্য,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীর্ষ প্রতিকের পক্ষে স্থানীয় জনমত গঠনে জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের দিক নির্দেশনায় এ কর্মসূচী পালন করা হয়েছে।