ছাত্র শিবিরের আন্দোলনের পর কলেজ মোড়ের মাছের আড়ৎ স্থানান্তর
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৩৮
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ:-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, পলাশবাড়ী সরকারি কলেজ শাখার আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কলেজ মোড়ে স্থাপিত মাছের আড়ৎ অবশেষে স্থানান্তর করা হয়েছে।
২০ অক্টোবর দুপুরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আড়ৎটি এখন সরকারি কবরস্থানের পাশের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী সরকারি কলেজ শিবির শাখার নেতৃবৃন্দ জানান, কলেজ গেটসংলগ্ন এলাকায় অবস্থিত মাছের আড়ৎটি কলেজে আগত শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরিবেশ-স্বাস্থ্য এবং শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার দাবিতে ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার পক্ষ থেকে মানববন্ধনসহ শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করে আসছিলেন।