দিনাজপুরে শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষে ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দিরে পুলিশ সুপারের পরিদর্শন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৩৫
photo

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দির পরিদর্শন করেছেন।

 

সোমবার (২০ অক্টোবর ) রাতে তিনি মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে কথা বলে তাঁদের সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। 
 

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে দিনাজপুর জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে।
 

শেয়ার করুন