অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:-তারিখ-১৯-১০-২০২৫ বগুড়ায় ইউনিক পাবলকি স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে শহরের সুত্রাপুর দ্বিতীয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তনছের আলী প্রামানিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব। শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও তোমাদের অবদান রাখতে হবে।
তিনি আরো বলেন, মেধা ও সৎ চরিত্রের সমন্বয়ই একজন মানুষকে সত্যিকার অর্থে সফল করে তোলে।
তোমরা পড়াশোনায় মনোযোগী হও। নৈতিকতাকে ধরে রাখো। এবং কর্মজীবনে গিয়ে দায়িত্বশীলতার পরিচয় দাও। আজকের সাফল্যকে আগামী দিনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। আমি ইউনিক পাবলকি স্কুল এন্ড কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।
ইউনিক পাবলকি স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাঈদ যুবায়ের পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, প্রতিষ্ঠানের উপদেষ্টা শফিকুল ইসলাম দুলাল, সভাপতি মাফরুহা জোয়ায়রা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিক পাবলকি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
শেষে ৩৩জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
ছবি-ক্যাপশনঃ গতকাল রোববার শহরের সুত্রাপুর দ্বিতীয় ক্যাম্পাসে ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।