বগুড়ার আটাপাড়ায় আব্দুর রহমান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোাধন


এসএম সিরাজ বগুড়া:-শুক্রবার বিকেলে বগুড়া শহরের উত্তর আটাপাড়া আব্দুর রহমান মটরসাইকেল ওয়ার্কসপের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমত আলী, আইয়ুব আলী, রাসেল জিলাদার,রাজু আহম্মেদ, আরমান আলী।

 

আরো উপস্থিত ছিলেন সুমন, খোকন, সিপন, শাওন, বেলাল জিসান প্রমুখ। খেলায় ১৬ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় এবি এন্টার প্রাইজ ১-০ গোলে আটাপাড়া জুনিয়র একাদশ কে হারিয়েছে।


 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।