অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:০৩
এসএম সিরাজ বগুড়া:-বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।
সকলের সহযোগিতা পেলে অবশ্যই দেশকে একটি কল্যাণ রাস্ট্রে পরিণত করা সম্ভব। তিনি শুক্রবার সকালে বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন বৈধ হবার পর সাংবাদিকদের একথা বলেন।
আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলুন এটা আমাদের অনুরোধ। থার্ড পার্লামেন্ট হিসেবে আপনারা দায়িত্ব পালন করেছেন, আরও করুন।
ছাত্র জনতার আন্দোলন কে পুরোপুরি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাভোকেট শাহীন মিয়া সহ নেতৃবৃন্দ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।