অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:৪৭
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরসংলগ্ন গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজি পরিবহনের একটি নাইট কোচ (ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬) সামনে চলমান সিমেন্টবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-উ ১৪-৩৫৪৮) ওভারটেক করার চেষ্টা করলে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির হেলপারসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা প্রকাশ করেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের একজন রংপুরের পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল মিয়া (১৭)। অপরজন বাসটির হেলপার, সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা মুসা মিয়া।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি ও নিহতদের মরদেহ পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।