বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির


সঞ্জু রায়,বগুড়া:-সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন৷ 
 

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেন নি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
 

মনোনয়ন যাচাই-বাছাই কালে বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী আব্দুল ওহাবের আইনজীবী ব্যারিস্টার রুকনুজ্জামান বলেন, হলফনামার সাথে মান্নার দায়েরকৃত এফিডেফিটে স্বাক্ষরের নিচে ২৯ ডিসেম্বর তারিখ দিলেও নোটারি সম্পন্ন হয়েছে ২৮ ডিসেম্বর। 

 

এছাড়াও তার এবং তার স্ত্রীর আয় ব্যয়ের বিবরণীতেও যথেষ্ট গরমিল রয়েছে। একই সাথে হলফনামায় মামলার বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করার কথা থাকলেও মাহমুদুর রহমান মান্না তা গোপন করেছেন।
 

 

এদিকে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। যদিও তার বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন দেয়া আরেক প্রার্থী মীর শাহে আলমের মনোনয়ন বৈধতা পেয়েছে। 

 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকে আচ্ছন্ন হয়ে আছেন। 

 

এইজন্য মনোনয়ন এর বৈধতা নিয়ে তাদের কোনো উচ্ছ্বাস নেই। তবে নির্বাচন যেহেতু করতে হবে সেটিকে সামনে রেখে তারা ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। বগুড়ায় তারেক রহমানের পর সর্বোচ্চ ভোটে তিনি শিবগঞ্জ আসনে বিজয়ের ব্যাপারেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।