অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:৫৮
পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ-সারা দেশের ন্যায় পলাশবাড়ীতেও উৎসব ছারাই রাষ্ট্রীয় শোকের মধ্যেদিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
আজ ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ।প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়।শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিয়েছেন।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক।এ উপলক্ষে এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।
আনুষ্ঠানিকতা না থাকলেও সংশ্লিষ্টরা নির্ধারিত দিন অনুযায়ী বই বিতরণ করেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।