হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সুপার এম আর বাঁধন।

 

তিনি জানান, সাধারণ ছুটির কারণে বুধবার (৩১ ডিসেম্বর) একদিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়। বর্তমানে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে এবং সেগুলো আনলোড করে দেশীয় ট্রাকে পণ্য তুলে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম জানান,আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার কখনোই বন্ধ ছিল না এবং আজও তা স্বাভাবিকভাবে চলছে।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।