অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৪৫
বগুড়া অফিা:-নতুন বছরের নতুন স্বপ্নে রঙিন হয়ে উঠেছে আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনেই ঝকঝকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে শিশুদের মুখ।
বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের মধ্য পালশা (গফুরপাড়া) এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। প্রাক-প্রাথমিক থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে নতুন বই সংগ্রহ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং বইয়ে কোনো কাঁটা-ছেঁড়া বা ত্রুটি রয়েছে কি না তা শিক্ষার্থী ও অভিভাবকদের যাচাই করে নেওয়ার অনুরোধ জানান।
এ সময় তিনি বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বই শিশুদের জ্ঞানার্জনের পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। তাঁর বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ। বাবার স্মৃতিকে চিরজাগরুক রাখা এবং এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের জন্য জমি ক্রয় করে দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, ২০২৬ সাল হবে শিশুদের নতুন সম্ভাবনার দুয়ার। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, হাতে হাত রাখা এবং প্রতিটি পদক্ষেপে সহযাত্রী হওয়া। শিশুদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের নৈতিক গঠনে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি এর উপ-সহকারী প্রকৌশলী (অব:) মো: হেলাল হোসেন, স্থানীয় এলাকার দুলু সহ প্রমুখ।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। কেউ বই বুকে জড়িয়ে ধরে বাড়ির পথে ছুটে যায়, কেউ আবার বই হাতে পেয়েই উচ্ছ্বাসে দৌড়াতে শুরু করে। নতুন বইয়ের ঘ্রাণে উজ্জীবিত শিশুরা নতুন উদ্যমে পড়ালেখা করার প্রত্যয় ব্যক্ত করে।
ক্যাপশন: বৃহস্পতিবার বগুড়া সদরের পালশায় আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মো: হাসান আলী আলাল।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।